বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তৃতীয় বারের মতো হ্যাট্রিক বিজয় অর্জন করায় সেনবাগে মোরশেদ আলম এম পি কে গণসংবর্ধনা  

তৃতীয় বারের মতো হ্যাট্রিক বিজয় অর্জন করায় সেনবাগে মোরশেদ আলম এম পি কে গণসংবর্ধনা  

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি  টানা তৃতীয় বারেররমকো হ্যাট্রিক বিজয় অর্জন করায়  সেনবাগে -২ ( সেনবাগ – সোনাইমুড়ি আংশিক)  আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলমকে গণসংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠন।
শনিবার বিকেলে উপজেলার সেনবাগ সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও পৌর  আওয়ামী লীগের সভাপতিআবু শাহাদাত মোহাম্মদ  জাকারিয়া আল মামুন ও সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় উক্ত সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি, সেনবাগ-সোনাইমুড়ি আসনের টানা ৩ বারের সংসদ সদস্য চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।
বর্ণাঢ্য ও জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সার্ক চেম্বারের সভাপতি  জসিম উদ্দিন, মোরশেদ  আলমের ছেলে বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু, সাইফুল আলম দিপু,হুমায়ুন কবির সুমন,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন, সাবেক জেলা ও দায়রা জজ আলী হায়দার,এজে আর কুরিয়ার সার্ভিস এর কর্ণধার  ও সংবর্ধনার পৃষ্ঠপোষক সামছুদ্দিন রিয়াদ, অপর পৃষ্ঠপোষক, টেক্স ওয়ান বিডি’র কর্ণধার খালেদ মোশাররফ জুয়েল, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লায়ন সাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, শাহরিয়ার আলমগীর আলো,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান,  বজরা ইউনিয়নের চেয়ারম্যান মিরন।
এ সময় উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অংগসংগঠনের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় ব্যান্ড দল আ্যশেজ।
৪১ বার ভিউ হয়েছে
0Shares