শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে বিএনপির  লিফলেট বিতরণ

সিরাজগঞ্জে বিএনপির  লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ  প্রতিনিধি  দেশ বাঁচাও-মানুষ বাঁচাও স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শনিবার  জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে  শহরের ধানবান্ধি ও গোসালা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের হাতে হাতে এ লিফলেট তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল,নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ভিপি শামীম খাঁন, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী,  সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফাা জামান, আলমগীর আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড. নাজমুল ইসলাম, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,  জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ  বলেন, দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
অবৈধ সরকারের অপশাসন, দুর্নীতি ও লুটপাটের কারনে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং দেশ ও দেশের মানুষের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে। তাই এই অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের দুর্নীতি, অত্যাচার ও লুটপাট থেকে দেশকে মুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।#
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS