মঙ্গলবার- ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার  সৎ বাবাসহ আটক-২

সিরাজগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার  সৎ বাবাসহ আটক-২

 সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ৫ দিন পর সানজিদা(৯) নামের এক  শিশুর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় শিশুটির সৎ বাবা শরিফুল ও প্রতিবেশী মামা হাসমতকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু সানজিদা খাতুন  আমশড়া গ্রামের শাহিনের মেয়ে।
আটক শরিফুল অলিদহ গ্রামের মো. নুরালের ছেলে ও হাসমত আলী একই গ্রামের আবু হানিফ শেখের ছেলে।  সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান,নিহত সানজিদার মা জরিনা খাতুন প্রথম স্বামী শাহিনের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন। তিনি ছিলেন শরিফুলের চতুর্থ স্ত্রী। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা শ্বশুড়বাড়ী ছেড়ে বাবার বাড়ী চলে যান। শরিফুল তাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করে কিন্তু ফিরে না আসায় জরিনার প্রতিবেশী ভাই হাসমতের স্বরন্নার্পন হন শরিফুল। হাসমত আলী তাকে বলেন, সানজিদাকে অপহরণ করে তার হাতে তুলে দিলেই তোমার স্ত্রীকে ফেরত পাবে। এ অবস্থায় গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাবার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে অপহরণের চেষ্টা করে। তারা চিপসের প্রলোভন দেখিয়ে তুলে নেবার চেষ্টা করে। সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যার পর কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যায়।পরে ওই রাতেই তারা মরদেহটি পাশের একটি ধানক্ষেতে পুতে রাখে।  এদিকে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে গত ১১ ফেব্রুয়ারী তার নানা জহুরুল ইসলাম থানায় জিডি করেন। জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যমতে ধানক্ষেতে পুতে রাখা অবস্থায় সানজিদার মরদেহটি উদ্ধার করা হয়।#
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS