শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় শিক্ষকের বিচার ও বহিষ্কার দাবিতে মানববন্ধন

বাঘায় শিক্ষকের বিচার ও বহিষ্কার দাবিতে মানববন্ধন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে স্কুলছাত্রীর ওড়না ধরে টান ও অশ্লীল মন্তব্যকারী শিক্ষক গোলাম মোস্তফার বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। গতকাল ১১ টায় চকরাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় শতশত জনসাধারণ অংশ নেয়।

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলার বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃমোস্তফা কামাল (৫০) ক্লাস চলাকালে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী পিছনের বেঞ্চে বসে থাকাকালিন তার ওড়না ধরে টান দেয়। এমন ব্যবহারে মেয়েটি রেগে গেলে,অভিযুক্ত শিক্ষক বলেন শশুরবাড়ি গেলে কত টানাটানি করবে তোমাকে। এতে শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। এমন খবরে স্কুলের সভাপতি সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আজিজুল আযম স্কুল ছুটি দিয়ে দেয়। এর পরেও শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর ও শিক্ষককে গণ পিটনী দেয়। এতে শিক্ষক গোলাম মোস্তফার মাথা ফেটে গুরুতর আহত হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

উল্লেখ্য, এ ঘটনার পূর্বে অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা এমন ৪-৫ টা ঘটনা ঘটিয়েছে বলেও স্থানীয় লোকজন অভিযোগ করে।

৪২ বার ভিউ হয়েছে
0Shares