মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

তানোরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে   গতকাল মঙ্গলবার সন্ধার পরে তানোর পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। এতে বিশেষ  পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন,কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট,   সৈনিক লীগের উপজেলা সভাপতি তাসাদ্দেক হোসেন লিটন, মুন্ডুমালা পৌর যুবলীগে সভাপতি আবু রায়হান তপন, তালন্দ ইউপি যুবলীগের সভাপতি মুকলেসুর রহমান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি শিপলন,সৈনিক লীগ সভাপতি আকতার হোসেন, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা প্রমুখ। শেষে ১৫ জাতির জনক সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করেন হয়। এসময় বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS