শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
তানোর থানায় কথিত সাংবাদিক বাবুর বিরুদ্ধে চেয়ারম্যানের চাঁদাবাজির অভিযোগ  

তানোর থানায় কথিত সাংবাদিক বাবুর বিরুদ্ধে চেয়ারম্যানের চাঁদাবাজির অভিযোগ  

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক ভূয়া কথিত সাংবাদিক পরিচয় দানকারী আবুল কাসেম বাবুর বিরুদ্ধে তানোর থানায় ও রাজশাহীর আদালতে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার। বুধবার সকালে রাজশাহী আদালতে মামলা ও তানোর থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রিখন্ডা গ্রামের হাসান আলীর বখাটে পুত্র কথিত সাংবাদিক পরিচয় দানকারী শিবির নেতা আবুল কাসেম বাবু দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদারের কাছে থেকে বিপুল অংকের অর্থ চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার তাকে চাঁদা দিতে অসম্মতি জানালে কথিত সাংবাদিক ও শিবির নেতা আবুল কাসেম বাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোনিয়া সরদারকে নিয়ে বিভিন্ন আজেবাজে মানহানিকর লেখা পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। তবে এসব মিথ্যা অপপ্রচার বলে দাবি জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার।
এমনকি সোনিয়া সরদার একজন জনপ্রতিনিধি হওয়ায় কথিত সাংবাদিক আবুল কাসেম বাবুকে বিভিন্ন মাধ্যমে একাধিকবার নিষেধ করলেও কথিত সাংবাদিক আবুল কাসেম বাবু তা তোয়াক্কা না করে একের পর এক ফেসবুকে মানহানিকর লেখা পোস্ট করে যাচ্ছেন। এবিষয়ে জানতে কথিত সাংবাদিক আবুল কাসেম বাবুর ফোনে একাধিক বার যোগাযোগ করে তাকে ফোনে পাওয়া যায়নি। উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার জানান, আবুল কাসেম বাবু দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করছিলেন। কিন্তু আমি তাকে চাঁদা না দেয়ায় আমার বিরুদ্ধে একের পর এক মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আমার সম্মান হানী করেছেন।আমি বাধ্য হয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়ের করেছি। সে একজন শিবিরের নেতা,আমি তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান।
৫২ বার ভিউ হয়েছে
0Shares