শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গণতন্ত্র মঞ্চ দেশবাসী নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে

গণতন্ত্র মঞ্চ দেশবাসী নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটার ছাড়া নির্বাচন’ বলে অভিহিত করেছেন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের দাবি, দেশবাসী নির্বাচন বর্জনের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আজ রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কেন্দ্রে মানুষ নেই, ভোটার নেই। এটা একটা ভোটার ছাড়া নির্বাচন।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সে কারণে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দিয়েছে।’ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশবাসী ডামি নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে। সরকারের নাশকতা ও উসকানি মোকাবিলা করে ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে, দেশে গণতন্ত্র নেই। দুঃশাসন ও ভোট ভোট খেলার বিরুদ্ধে মানুষের ভেতর যে ক্ষোভ, তার জবাব মানুষ দিয়েছে।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares