শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান ও নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী আব্দুস সাত্তার

বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান ও নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী আব্দুস সাত্তার

নওগাঁ প্রতিনিধি: বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি (পিআরপি) বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার। সোমবার দুপুরে তার নিজ গ্রাম রাণীনগর উপজেলার গুয়াতা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন দুপুরের আগে তিনি শহর থেকে মিনি ট্রাক, মাইক্রো ও মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণার জন্য তার জন্মস্থান উপজেলার গুয়াতা গ্রামে যান। সেখানে বিদ্যালয় মাঠে তিনি নির্বাচনী গণসংযোগ ও সভা করেন।

সভায় গণঅধিকার পার্টির চেয়ারম্যান ও নওগাঁ-৬ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সরদার মো. আব্দুস সাত্তার বলেন, আমাদের সমাজ থেকে বেকারত্ব দূর হচ্ছে না। একই সাথে সকল সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। গণঅধিকার পার্টি সব সময় বেকার মুক্ত ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে দিন-রাত কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসাবে নওগাঁ-৬ আসনে ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের ভোট চাইবো না, কারণ আপনাদের ভোট কাকে দিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা ভোটারটা যোগ্যপ্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। এমপি প্রার্থী সরদার মো. আব্দুস সাত্তার সভা শেষে তার গ্রামের বাড়ি গুয়াতায় পরিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এমরুল আকিয়ার পরাগ, নওগাঁ জেলা গণঅধিকার পার্টির সিনিয়ন সহ-সভাপতি নছির উদ্দিন, সহ-সভাপতি ময়েজ উদ্দীন খান, সাধারণ সম্পাদক আহসান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা।

১৬৯ বার ভিউ হয়েছে
0Shares