বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে সারা দেশের ন্যায়  উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

মোরেলগঞ্জে সারা দেশের ন্যায়  উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। শনিবার দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা ।  সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাশনের পক্ষে  উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো.আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুলাহ আল জাবির সহ সকল সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্ধ। সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শেষে শান্তির নীড় পায়রা আকাশে উড়িয়ে বিজয় দিবসের শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  এ্যাড. শাহ ই আলম বাচ্চু।
এসময় প্যারেড পরিদর্শন, শরীর চর্চা ও ডিসপ্লেতে অংশ নেয় মোরেলগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এছাড়াও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে আসা বীর মুক্তিযোদ্ধা,মোরেলগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটস্ ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে যোগদান করেন।পরে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,মুক্তিযোদ্ধা অফিসের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পনসহ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচী চলে দিনভর। এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল ইউনিয়নর শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। অনুষ্ঠানে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
২৬ বার ভিউ হয়েছে
0Shares