বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

সেনবাগে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর সেনবাগে মহান বিজয় দিবস উদযাপন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজাকি ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পুরিশ প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তি প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্দ চৌধুরী, নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ. ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার(ভূমি) জহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আবদুল ওহাব,এবিএম ফারুক ভূঁইয়া, মুঞ্জুর মোরশেদ প্রমুখ।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS