বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে রোহিঙ্গা যুবক আটক করে পুলিশে সোপার্দ করলো এলাকাবাসী

সেনবাগে রোহিঙ্গা যুবক আটক করে পুলিশে সোপার্দ করলো এলাকাবাসী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজার থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে নুর আলম (৩৮)নামের এক রোহিঙ্গা য়ুবকে আটক করে সেনবাগ থানা পুলিশের নিকট সোপার্দ করেছে এলাকাবাসী। আটককৃত নুর আলম ঊখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বøক- এস ৬ নং ক্যাম্পের জবর হোসেনের ছেলে।

রোববার রাতে ওই যুবক ছমির মুন্সির হাট বাজারে সন্দেহ জনক ভাবে ঘুরাঘুরি করার সময় স্থানীয় কাবিলপুর ইউপির ইয়ারপুর ১নং ওয়ার্ড মেম্বার কাজী আবু সালে ওয়াসিম স্থানীয়দের সহয়োগীতায় তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে থানার এসআই আবদুল আলিমে নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাট্য়োারী জানায় সে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এস-৬ বøক থেকে পালিয়ে আসে। তাকে ফের ক্যাম্পে পাঠানো হবে।

৬০ বার ভিউ হয়েছে
0Shares