শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ছাত্রদলের মশাল মিছিল

পঞ্চগড়ে ছাত্রদলের মশাল মিছিল

পঞ্চগড় : বর্তমান সরকার প্রধান ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা বাতিলসহ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতেপঞ্চগড়ে বিক্ষোভ মশাল মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের আয়োজনে সদরের হেলিবোর্ড বাজার থেকে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ব্যারিস্টার বাজারে গিয়ে শেষ হয়।
পঞ্চগড় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন ও যুগ্ম সম্পাদক মিশু ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এখলাছুর রহমান পলাশ ও পঞ্চগড় পৌর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শামিম হাসান শাওন সহ পঞ্চগড় জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।

৬০ বার ভিউ হয়েছে
0Shares