মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন পালন

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন পালন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের ৬০তম জন্মদিন পালন।

পৌর পরিষদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের আয়োজনে রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে জন্মদিনের কর্মসূচীর সূচনা করা হয়।

উপস্থিত পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, সরকারী কর্মকর্তা, ব্যাংক-বীমা প্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে মেয়রকে শুভেচ্ছা জানান এবং ক্রেষ্ট প্রদান করেন। পরে মেয়রের কর্মময় জীবনের আলোকিত দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দীন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, এ´িম ব্যাংক লিঃ বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, বীরগঞ্জ পৌরসভার প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব মামুন, প্যানেল মেয়র নার্গিস আকতার কেয়া, কাউন্সিলর আব্দুল বারিক, বনমালী রায়, কর্মচারীদের পক্ষে আলহাজ্ব মোঃ হারুন-অর রশিদ, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি মোঃ মীর কাশেম লালু, মানবিক বীরগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, দৈনিক কালবেলা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, দৈনিক দেশবাংলা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মেয়রের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS