শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুর রহমান আনিসের মনোনয়নপত্র দাখিল 

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুর রহমান আনিসের মনোনয়নপত্র দাখিল 

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ছোট ভাই জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ শাহরিয়ার রহমান এর নিকট জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার আহবায়ক কমিটির সদস্য মোঃ বাবর আলী, আব্দুল হালিম, মোসলেম উদ্দিন মাষ্টার, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও তার মনোনয়নপত্র দাখিলকালে মিঠাপুকুর উপজেলা চত্তবের ১৭টি ইউনিয়নের জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।।
৩২ বার ভিউ হয়েছে
0Shares