শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁ-৪ মান্দা আসনে নৌকার নতুন মাঝি হলেন নাহিদ

নওগাঁ-৪ মান্দা আসনে নৌকার নতুন মাঝি হলেন নাহিদ

মাহমুদুন নবী বেলালঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করেছে। ৬টি আসনের মধ্যে ২টি আসনে নতুন মুখ নওগাঁ-৪ মান্দা আসনে অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নঃ-১ নওগাঁ মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। অনান্য আসনে মনোনয়নপ্রাপ্তরা হলেন- নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পতœীতলা, ধামইরহাট) আসনে মনোনয়ন পেয়েছেন আলহাজ¦ শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে মনোনয়ন পেয়েছেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সাবেক সিনিয়র সচিব, নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন হেলাল।

এদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী । উল্লেখ্য ৬টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৪৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্র তুলে জমা দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এরমধ্য থেকে ৬ জনকে দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

৪১ বার ভিউ হয়েছে
0Shares