বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে  ২ যুবক আটক  

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে  ২ যুবক আটক  

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একাদশ শ্রেণির দুই ছাত্রীকে উত্যক্ত করার (ইভটিজিং) অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।( রবিবার ২২ মে) সকালে বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আসার পথে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে  রাজু হোসেন (২৩) এবং একই ইউনিয়নের বামুaনিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে জনি হাসান(২৫)।
শিক্ষার্থীরা ও পুলিশ জানায়, কলেজে আসার সময় দুই শিক্ষার্থী যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এ সময় এক ব্যাটারি চালিত অটো রিক্সা চালক তাদের নিয়ে কলেজের উদ্যেশ্যে রওনা দেয়। চলন্ত অবস্থায় পাশে বসে থাকা রাজু নামে এক যুবক তাদের শরীরে হাত দেয়। তবে এ ঘটনায় অটো রিকশাচালকও সহযোগিতা করেছে বলে জানায় ওই কলেজছাত্রীরা।তারা কৌশলে ওই দুই শিক্ষার্থী ড্রাইভারসহ দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
 এ ঘটনা শোনার পর কলেজের সকল ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে কলেজের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণে আনে। এবং পরে পুলিশের হাতে তুলে দেয় রাজু হোসেন ও অটোরিকশা চালককে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকরা জানায়, এ ঘটনা পুরোপুরি মিথ্যে। আমাদের ফাঁসানো হচ্ছে। আমি দুই কলেজছাত্রীর কাউকে চিনি না।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার  ওসি খায়রুল আনাম ডন বলেন, ঘটনার প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।z
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS