বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জে সড়কে গাড়ি আটকিয়ে চিনি লু-ট, গ্রেপ্তার ১

গোলাপগঞ্জে সড়কে গাড়ি আটকিয়ে চিনি লু-ট, গ্রেপ্তার ১

গোলাপগঞ্জ সংবাদদাতা:গোলাপগঞ্জে সড়কে গাড়ি আটকিয়ে চিনি লুটের সাথে জড়িত পারভেজ আহমদ নিয়াজ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে। এঘটনায় আরও ২ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পৌর এলাকার ফুলবাড়ি বড় মোকামের সামনে দুটি পিকআপ গাড়িয়ে আটকিয়ে ৭৪ বস্তা চিনি লুট করে দুর্বৃত্তরা। ওই চিনি একজন ব্যবসায়ী কানাইঘাট উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্প থেকে দুটি পিকআপযোগে নিলামে ক্রয় করে সিলেটে নিয়ে যাচ্ছিলেন। লুট হওয়ার পর ওই ভুক্তভোগী ব্যবসায়ী গোলাপগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ করার সাথে তাদেরকে সাথে নিয়ে বৈটিকর বাজারে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা গাড়িসহ আসামি নিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে লুট হওয়া ২৯ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এঘটনার সাথে জড়িত আরও ২ জনকে চিহ্নিত করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

২৭৮ বার ভিউ হয়েছে
0Shares