সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনার অবদান দৃশ্যমান; সংসদ সদস্য হাফিজ মজুমদার

শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনার অবদান দৃশ্যমান; সংসদ সদস্য হাফিজ মজুমদার

হাফিজুল ইসলাম লস্করঃ সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী মডার্ণ একাডেমির নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ সোমবার (৭ নভেম্বর) গাছবাড়ী মডার্ণ একাডেমির সভাপতি বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও
শাহ নেওয়াজ খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মডার্ণ একাডিমের প্রধান শিক্ষক শফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে আজ মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠিত হচ্ছে। জাতিকে শিক্ষিত করতে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত সকল উন্নয়ন সাধিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বক্কর, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান লোকমান আহমদ, আওয়ামী লীগ নেতা আখলাকুল আম্বিয়া, ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মামুন রশিদ, ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, সারওয়ার আহমদ, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ, মাহফুজ আহমদ, জেলা যুবলীগ নেতা মাসুক আহমদ রুমেল, রহিম চৌধুরী, ছাত্রনেতা অহিদ আহমদ, নাহিয়ান, আব্দুল্লাহ, ইউপি সদস্য শরিফ আহমদ, আব্দুল্লাহ, আব্দুল কাদির, হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS