বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া’র সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ফিরোজ খানুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) এস এ আব্দুল্যা বিন হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতামাসুল প্রধান শিল্পী, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম জর্জ, উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের (অধ্যক্ষ) বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাপ্তাহিক কাটাখালির সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ প্রমুখ। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS