বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ ২০২২ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুর ১২ টায় ধামইরহাট অডিটোরিয়ামে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের যৌথ আয়োজনে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি ও ১৮ জনকে প্রাথমিক বৃত্তির মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষাথীদের মাঝে বৃত্তি টাকা ও সনদ প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি অবসর প্রাপ্ত ৫ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সঞ্চালক আবু মুছা সহ গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

১১৬ বার ভিউ হয়েছে
0Shares