বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary"></span> <span class="entry-subtitle"> ধামইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত</span>

ধামইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ১২ ডিসেম্বর সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে বেলা ১১ টায় ‘প্রগতিশীল প্রযুক্তি-অন্তর্ভূক্তিমুলক উন্নতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সোনালী ব্যাংক ব্যবস্থাপক বুলবুল আহমেদ, কৃষি ব্যাংক ব্যবস্থাপক এস এম আকমল হোসেন, বিশিষ্ট বিসিআইসি স্যার ডিল্যার আলহাজ্ব কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares