শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ীর পরিবার কর্তৃক হামলার স্বীকার প্রতিবেশী

ফুলবাড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ীর পরিবার কর্তৃক হামলার স্বীকার প্রতিবেশী

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দাদপুর (পুরাতন বন্দর ) গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিলের পরিবার কর্তৃক হামলার শিকার হয়েছে পারভিন আক্তার নামের প্রতিবেশী এক নারী।

বাদিনী পারভীন আক্তারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে টায় দাদপুর পুরাতন বন্দর গ্রামে জনৈক ময়ছারের দোকানে পান নিতে আসিলে পূর্ব শত্রুদের জের ধরে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

মাদক ব্যবসায়ী জলিলের মেয়ে জুলি বেগম, পুত্রবধূ মরিয়ম বেগম ও ছেলে সুমন কে বিবাদী করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পারভীন আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, পারভিন আক্তার দাদপুর পুরাতন বন্দর গ্রামের দোকানে পান নিতে আসিলে ১নং বিবাদী জুলি বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকে, ২ নং বিবাদী মরিয়ম বেগম তার মাথার চুল টেনে হেঁচড়ে নাকে মুখে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারিয়া ফোলা কালশিরা জখম করে।

৩ নং বিবাদী মোঃ সুমন তার গালে চড় থাপ্পড় মারতে থাকে। অভিযোগে আরো বলা হয় মারপিট করে বিবাদীগণ তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করে।

বর্তমানে পারভিন আক্তার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পারভীন আক্তার একটি ভিডিও সাক্ষাতে আরো অভিযোগ করে বলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিলের মাদক বিক্রির বিষয়ে বাধা প্রদান করিলে তার সাথে শত্রুতার সৃষ্টি হয়, সেই শত্রুতা থেকেই পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা করা হয়েছে । পারভীন আক্তার জলিলের মাদক ব্যবসা বন্ধসহ এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। এই ঘটনায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৬ বার ভিউ হয়েছে
0Shares