শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠীতে মাদক মামলায় ১০ বছরের কারাদন্ড

ঝালকাঠীতে মাদক মামলায় ১০ বছরের কারাদন্ড

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠীতে মাদক মামলায় এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঝালকাঠী জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল্লাহ এ কারাদন্ডের রায় ঘোষনা করেন। আসামী মোঃ মনিরুল ইসলামকে মাদক ফেন্সিডিল দখলে রাখার অপরাধে ১০ বছর সশ্রম করাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।
এজাহার সুত্রে জানা যায়, গত ১০ ই জুলাই ২০২২ তারিখে পিরোজপুর বরিশাল মহা সড়ক সংলগ্ন ঝালকাঠী সদর থানাধীন ছত্রকান্দা ঈদগাহ জামে মসজিদ ময়দানের সামনে সাতক্ষীরা থানা ও জেলাধীন তালতলা ০৯ নং ওয়ার্ডের মোঃ রওশন আলমের পুত্র মোঃ মনিরুল ইসলামের দখল হইতে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বরিশাল র‌্যাব ৮। পরে র‌্যাবের এস আই উজ্জল কুমার বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে আসামী মনিরুল ইসলাম কে থানায় সোপর্দ করেন। এরপরে মামলাটি ঝালকাঠী থানার এস আই সোয়াইব হাসান তদন্ত শেষে  গত ৮ ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহন পুর্বক আজ এ রায় ঘোষনা করেন। আসামী মোঃ মনিরুল ইসলাম জামিনের পর থেকেই পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতেই এ রায় ঘোষনা হয়। মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালতের পিপি এ্যড.আব্দুল মান্নান রসুল।#

৭৮ বার ভিউ হয়েছে
0Shares