শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনা ১: জামানত হারালেন সাবেক এমপিসহ পরাজিত ৩ প্রার্থী

নেত্রকোনা ১: জামানত হারালেন সাবেক এমপিসহ পরাজিত ৩ প্রার্থী

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭, নেত্রকোনা-১ (কলমাকান্দা – দুর্গাপুর) আসনে ৫ প্রার্থীর মধ্যে পরাজিত তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির  প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (লাঙ্গল ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত (ছড়ি) প্রতীকের প্রার্থী আহমদ শফী ও (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে এর এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১ লাখ ৯০ হাজার ৫৯১ জন ভোট দিয়েছেন। ফলে কোনো প্রার্থী যদি ২৩ হাজার ৮২৩ টির চেয়ে কম ভোট পান, তাহলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।  আসাদুজ্জামান  আরও বলেন , এ আসনে পাঁচ  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর তিন প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ২৩ হাজার ৮২৩  ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
পরাজিত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির  প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪০৮ ভোট , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আহমদ শফী ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৫ ভোট  ও স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট।
৪১ বার ভিউ হয়েছে
0Shares