শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনাঃ ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং এক সিএনজি আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সার্বিক তত্তাবধানে এস আই মোঃ মুন্তাজ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম বারহাট্টা থানা এলাকার গেরিয়া মোড়ে রবিবার বিকালে অভিযান চালিয়ে মোহনগঞ্জ হতে আসা একটি সিএনজিকে থামিয়ে তল্লাশী করে ৩ টি স্কুল ব্যাগে রাখা মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমানকে (২৮) আটক করে। আটককৃত  মোখলেছ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে।  এ সময় গাঁজা বহনকারী সিএনজিটি জব্দ করা হয়।
এ ব্যাপারে এস আই মুন্তাজ আলী বাদী হয়ে আটককৃত মোখলেছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার দুপুরে আসামীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
৮১ বার ভিউ হয়েছে
0Shares