মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের চিলাদি-পুর্ব ছাতারপাইয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই।

সেনবাগের চিলাদি-পুর্ব ছাতারপাইয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং চিলাদি দক্ষিন-পুর্ব পাড়া হোসেন মেম্বার বাড়ি সংলগ্ন ব্রিজ থেকে ৩নং ওয়ার্ড পুর্ব ছাতারপাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন (আমিন মাষ্টার সুপার মার্কেট) গাবতলী পর্যন্ত কাচা রাস্তাটি পাকা করা জরুরী প্রয়োজন। এই রাস্তা পাকা হলে চিলাদি, পশ্চিম ছাতারপাইয়ার দিঘির পাড়া ও বন্দর, পাঁচতুফা, বসন্তপুর ভুঁইয়া পাড়া ও খাজুর তলা, পুর্ব ছাতারপাইয়া উত্তর-পুর্ব পাড়া ও গাবতলী/চাল পুকুর পাড়, লেমুয়া, ঠানারপাড়ের এলাকার বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারবে। ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি পুর্ব ছাতারপাইয়া আমিন মাষ্টার সড়কটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী প্রয়োজন । ছাতারপাইয়া ইউনিয়নবাসীর অনুরোধ, উক্ত কাচা রাস্তাটি পাকা করার ব্যবস্থা গ্রহণ করলে এ অঞ্চলের জনগণের কষ্ট লাঘব হবে।

 তাই এ ব্যাপারে দ্রæত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করছি ।

৪১৯ বার ভিউ হয়েছে
0Shares