শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানাকে গণ সংবর্ধনা 

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানাকে গণ সংবর্ধনা 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি ” কামাল উদ্দিন রানা ” কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে কলমাকান্দা উপজেলার  নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কমিটির যৌথ আয়োজনে এ গণ সংবর্ধনা দেয়া হয়।

ওই গণ সংবর্ধনায় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের মহাসচিব এবং স্থানীয় সংসদ সদস্য  মানু মজুমদার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন ও সহ-সভাপতি নূর খান মিঠু, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের কমিটির সদস্য জামাল উদ্দিন মাহি, কলমাকান্দা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অমিত আকুঞ্জি, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীসহ  বিপুল সংখক নেতাকর্মী যোগ দেন।

১৬৪ বার ভিউ হয়েছে
0Shares