শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শাহজাদপুরে মহিলা আওয়ামী লীগের মিলনমেলা

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শাহজাদপুরে মহিলা আওয়ামী লীগের মিলনমেলা

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে এ মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক হাছনা হেনা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক কবির ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনী চৌধুরী শুভ্র, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আরা খাতুন, সদস্য সামছুল আলম, কে এম নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS