শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

নড়াইলের নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ। নড়াইলের নড়াগাতিতে বন্ধুদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আলিফ মোল্যা  (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নড়াগাতি থানার চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শী শুক্রবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার বড়দিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয় সে।
তার বন্ধুরা জানায়, আলিফসহ তারা ৩ বন্ধু মিলে দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পন্টুনে উঠে নদীতে ঝাঁপ দেওয়ার পর তীব্র স্রোতের তলিয়ে যায়। এ ঘটনার পর তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেছেন।স্বজনদের পাশাপাশি উদ্ধার অভিযানে কালিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি
দল অংশ নিয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।
৫৭ বার ভিউ হয়েছে
0Shares