বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপুর থানা পুলিশের উপজেলা পূজা  কমিটির সাথে মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপুর থানা পুলিশের উপজেলা পূজা  কমিটির সাথে মতবিনিময় সভা

কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে শনিবার সকালে থানা কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সকল সদস্য ও প্রতিটি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুছ সালাম,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, পূজা উদযাপন পরিষদের পূজা দুর্গা মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে ব্যাপক আলোকপাত করেন।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS