সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পুঠিয়ার কান্তার বিলে জবরদখল করে পুকুর খনন

পুঠিয়ার কান্তার বিলে জবরদখল করে পুকুর খনন

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে জবরদখল করে কৃষিজমিতে পুকুর খনন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভালুকগাছী কান্তার বিলে এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মোহাম্মদ হাজী, আজিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,আজিবর রহমান, আল-আমিন, মোজাম্মেল হক, আজাদ, শহিনুর রহমান, নাজমুল হোসাইন, সুকচান আলীসহ অনেকে।

বক্তারা বলেন, জবর দখল করে পুকুর খনন করার প্রতিবাদে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি এবং আদালতে একটি মামলা করেছি। আমরা ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, মাছ নয়। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দাবী, আমরা এই মাঠে পুকুর চাই না।

কিছু দালাল রাতের আঁধারে পুকুর খনন করতে চায়। যার কারণে সেই মাঠে ৩টি ভেকু মেশিন নিয়ে এসে রেখেছে। কিছু ফসলি জমি নষ্ট করে পাড় বাধার চেষ্টা করছে। শুধু তাই নয়, এলাকাবাসীকে বিভিন্ন হুমকি দিচ্ছে দাললরা। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, যাতে পুকুর খনন না করতে পারে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান হয়।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS