সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাটে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন

বদিয়ার রহমান,লালমনিরহাট।  লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লাল, লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র রায়, নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এম. এ মজিদ, চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, মদন চন্দ্র রায়, ফজলে রহমান বাবু, উত্তম কুমার রায়, জাকির হোসেন, লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনের কর্মসূচী নিম্নরূপ- ২৩-০৯-২০২৩ইং সকাল ১২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্রের জন্য আবেদন ফরম বিতরণ, আবেদন ফরমের মূল্য ৩০০/- (তিনশত) টাকা মাত্র। ২৪-০৯-২০২৩ইং সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২৫-০৯-২০২৩ইং (দুই দিন) ২৬-০৯-২০২৩ইং সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা। ২৭-০৯-২০২৩ইং সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ২৮-০৯-২০২৩ইং সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীকের জন্য ২৯-০৯-২০২৩ইং আবেদন পত্র গ্রহন। আবেদন ফরমের মূল্য ৩০০/- (তিনশত) টাকা। ৩০-০৯-২০২৩ইং সকাল ১০টা হইতে বিকাল ৩টা পর্যন্ত প্রতীক বিতরণ ও বিকাল ৫টায় প্রতিকসহ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হইবে। ভোট ০৯-১০-২০২৩ইং গ্রহন শেষেই গণনা শুরু হইবে।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares