সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ছোনগাছা যমুনা কারিগরি ইনস্টিটিউটের সুপার অনিয়ম দূর্নীতি করে গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা 

ছোনগাছা যমুনা কারিগরি ইনস্টিটিউটের সুপার অনিয়ম দূর্নীতি করে গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা 

সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা যমুনা কারিগরি ইনস্টিটিউটের সুপার আব্দুল মতিন তালুকদার সুপার হওয়ার পর থেকেই নানা অনিয়ম দূর্নীতি করে গড়ে তুলেছেন একাধিক বাড়ি, জায়গা, জমিসহ টাকার পাহাড়। মনে হয় এ যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। প্রতিষ্ঠানের উন্নয়ন বাদ দিয়ে নিজের উন্নয়নই  বেশি  করেছেন তিনি। রাতারাতি বনে গেছেন কেটিপতি।  সে কিভাবে  এত সম্পত্তির মালিক হলেন এ প্রশ্ন এখন ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর। তথ্যানুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে তার আসল  রহস্য তিনি ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের সুপার হবার পরেই বদলে যায় তার ভাগ্যের চাকা। শুরু হয় তার নানা অনিয়ম দূর্নীতি। আর বিভিন্ন অনিয়ম করে তিনি অল্পদিনে গড়ে তুলেছেন  অঢেল সম্পদ। এর মধ্যে তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ৪ নং গলির কটন মিলের গেটের সামনে গড়ে তুলেছেন দোতলা বাড়ি, যেখানে এক শতক জায়গার দাম প্রায় দশ লক্ষ টাকা। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় থেকে বাহিরগোলা রোডের পাওয়ার হাউজ গেটের উত্তর পাশে রয়েছে তার দুইতলা দুইটা বাড়ি। এছাড়া  ঢাকায় কিনেছেন একাধিক প্লট, গ্রামের বাড়ি বহুলীতে কিনেছেন  নামে বে নামে  বিঘাকে বিঘা জমি। তার এসব  অঢেল অর্থের উৎস কোথায় তা খতিয়ে দেখতে দূর্নীতি দমন কমিশনসহ শিক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের  হস্তক্ষেপ  কামনা করেছেন ওই প্রতিষ্ঠানের হিতৈষী ব্যক্তিসহ সচেতন মহল।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS