বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় দুর্বৃত্তের আঘাতে এক সাইকেল মেকারের মৃত্যু। 

বাঘায় দুর্বৃত্তের আঘাতে এক সাইকেল মেকারের মৃত্যু। 

বাঘা রাজশাহী প্রতিনিধি। রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খাকছার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দীঘা বাজারের নিজ দোকান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত খাকছার আলী উপজেলার বাউসা ইউনিয়নের দীঘা ঠাকুরপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় একজন সাইকেল ও অটো ভ্যান মেকানিক ছিলেন। দীঘা বাজারে তার নিজের একটি দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার সকালে দীঘা বাজারে নিজ দোকানে ঢুকে খাকছার আলীর ঘারে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে বাঘা থানা পুলিশকে খবর দেন।
বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এবং এ বিষয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা রুজু করা হচ্ছে।
৯৯ বার ভিউ হয়েছে
0Shares