শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার

কাজী এনায়েত, রাজশাহী অফিস:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো. সম্রাট (২৯) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, (৪ মার্চ ) সোমবার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামি সম্রাট কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ৪ মার্চ দুপুর ২:৩০ ঘটিকায় সময় কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একাধিক মামলা আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS