শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে “ভিডাব্লিউবি”র চাউল বিতরনকালে এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।

সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে “ভিডাব্লিউবি”র চাউল বিতরনকালে এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  চট্টগ্রাম জেলার সাতকানিয়া ইউনিয়নের এওচিয়া ইউনিয়নে সুবিধাভোগীদের মধ্যে ২০২৩-২৪ চক্রের ৮৫ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ত্রৈমাসিক চাল বিতরন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর’২৩ ইং রবিবার ০৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ভিডাব্লিউবি কর্মসূচীর ৮৫ জন কার্ডধারীর মাঝে চলতি সালের জুলাই/আগষ্ট/সেপ্টেম্বর তিন মাসের চাউল বিতরন করা হয়। চাল বিতরন কর্মসূচী উদ্বোধন করেন এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ। এসময় এওচিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা জমির উদ্দীন, ট্যাগ অফিসার ইমরান হোসেন এবং গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আবু সালেহ চাল বিতরন কর্মসূচী উদ্বোধন করে বলেন, “শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের দরিদ্র অসহায় মানুষ না খেয়ে ক্ষুধায় কষ্ঠ পাবেনা। শেখ হাসিনার সরকার দেশের সকল শ্রেনী পেশার মানুষের দুঃখ দুর্দশা নিজের হৃদয় দিয়ে অনুভব করেন বলেই আজকে অসহায়-দরিদ্র- ক্ষুধার্ত মানুষরা নিয়মিত চাল পাচ্ছে, গৃহহীনরা ঘর পাচ্ছে। এক কথায় শেখ হাসিনার সরকার দেশের অভূতপুর্ব উন্নয়নের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ সুখে থাকে, তাই দেশ ও জাতীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচীগুলো জনগনের কাঁছে জানানোর অনুরোধ জানান।
তিনি আরো বলেন, “আমার ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪  সালের ভিজিডি সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্ডধারীদের মাঝে সঠিকভাবে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। হতদরিদ্র হিসেবে দীর্ঘদিন সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে নিয়মিত সঠিকভাবে বিতরণ করে আসছি।
দুঃস্থ নারী সমাজের উন্নয়নে ও সহায়তায় (ভিজিডি) কর্মসূচির  চাল নিতে আসা আমেনা বেগম (৬০) বলেন, আমি ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী’ । আমি অত্র ইউনিয়ন পরিষদ থেকে নিয়মিত চাল পাচ্ছি,এবং তা পেতে কোন ভোগান্তির শিকার হতে হচ্ছে না,আমি পরিষদের চেয়ারম্যান এবং সরকারের প্রতি কৃতজ্ঞ। আমাকে সাহায্য করার জন্য মন থেকে দোয়া করি।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS