শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বাড়িতে আগুন লেগে ১২ রুমের মালামাল পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ডোমারে বাড়িতে আগুন লেগে ১২ রুমের মালামাল পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

 রবিউল  হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ১২ রুমের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০২ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি হুজুরপাড়া এলাকার মৃত আজিজুল ইসলাম ওরফে এসলাম এর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আলমগীর হোসেন। ক্ষতিগ্রস্তদের দাবী উক্ত অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মৃত এসলামের ছেলে বেলাল হোসেন বলেন, সকাল ৭টার দিকে ঘরের শর্ট সার্কিটের ত্রুটির কারনে আগুন সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ১২টি রুম ও ভেতরের সব আসবাবপত্র, খাবার চাল ০৫ ভরি স্বর্ন এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ১৫লক্ষ টাকা বলে জানান বেলাল হোসেন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরগুলোর লোকজন বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। এতে কেউ আহত হয়নি।

এ বিষয়ে কথা বলতে ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইয়েদ মোঃ ইমরানের মোবাইলে কল দিয়ে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি

৬৮ বার ভিউ হয়েছে
0Shares