শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরে মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪০ Views

নাটোর প্রতিনিধি ; ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ মাঠের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহদ, শিশির ইসলাম, কাওসার আহম্মেদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।
পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কট‚ক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদকে (সাঃ) অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসার আহŸান জানান তারা।

Share This