বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ক্ষুধা,দারিদ্র,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে – ডেপুটি স্পিকার

ক্ষুধা,দারিদ্র,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে – ডেপুটি স্পিকার

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন,ক্ষুধা,দারিদ্র,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।যুদ্ধ বিদ্ধস্ত দেশকে যখন বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৫আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে।হত্যার বিচার বন্ধ করতে জিয়াউর রহমান কালো আইন পাশ করে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেন।তিনি আরো বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশের মানুষ শান্তিতে আছে। বঙ্গবন্ধু মানুষের সেবা এবং দেশের উন্নয়ন করার শিক্ষা দিয়েছেন। আ’লীগ সরকার জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে,আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করে।দেশে নৈরাজ্য,অগ্নিসন্ত্রাস,জঙ্গীবাদ এবং যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধ করার আহবান জানান।শনিবার(২৬আগষ্ট) বিকেলে সাঁথিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সাঁথিয়া পৌরসভাধীন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম/২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সাঁথিয়া পৌরসভা ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও আবু ইসা শফিউল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা ভাইস চেয়ারম‌্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,আ’লীগ নেতা রবিউল করিম হিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

১৭৬ বার ভিউ হয়েছে
0Shares