শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, নরিনা ইউপি চেয়ারম্যান আবু শামীম, কৈজুরী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, খুকনি ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম, কবির ইসলাম, মনিরুল গনী চৌধুরী শুভ্র প্রমুখ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন শাহজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS