শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদানের চেক বিতরন

পার্বতীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদানের চেক বিতরন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ; প্রধানমন্ত্রী শেখ হাসিান’র কল্যাণ ও তহবিলের চিকিৎসা সহায়তা ২৭ ব্যক্তিকে দিনাজপুরের পার্বতীপুরে ১০ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। পার্বতীপুর উপজেলার ক্যানসার, কিডনি, লিভার ও প্রতিবন্ধী সমস্যা জনিত ২৭ দুঃস্থ রোগীদের মাঝে এসব অনুদানের চেক প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এসব চেক বিতরন করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

এ সময় উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপেশ চন্দ্র হিংস রায় উপস্থিত ছিলেন।

৬৯ বার ভিউ হয়েছে
0Shares