শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে আনন্দলোক ট্রাস্টের স্টার্টআপ প্যাকেজ বিতরণ

ডোমারে আনন্দলোক ট্রাস্টের স্টার্টআপ প্যাকেজ বিতরণ

রবিউল হক রতন,ডোমার ( নীলফামারী) প্রতিনিধি:স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য ‘আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে স্টার্টআপ প্যাকেজ হিসেবে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে আজ।

রবিবার (২৫শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার হরলাল রায় আনন্দলোক বিদ্যালয় প্রাঙ্গনে জার্মান চিকিৎসকদের সহযোগিতায় ও ‘আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট’-এর আয়োজনে অনুষ্ঠিত স্টার্টআপ প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

হরলাল রায় আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষিকা ইসমত আরা ইমুর সঞ্চালনায় এসময় আনন্দলোক ট্রাস্টের কর্তাব্যক্তি, হরলাল রায় আনন্দলোক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে, বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর মাঝে শিক্ষা নিতে আসা-যাওয়ার সুবিধার্থে বাইসাইকেল ও প্রত্যেককে স্কুলব্যাগ প্রদান করা হয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS