মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে

মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার পরিচালনায় এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়। সমাপনী দিনে আনুষ্ঠনিক ভাবে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ও প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা,সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। সাংস্কৃতিক কর্মি শাশ^ত নিপ্পন এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বাংলাদেশের বরেণ্য নজরুল সংগীত শিল্পী মাহমুদুল হাসান,মিরাজুল জান্নাত সোনিয়া,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান । আলোচনা সভা শেষে অনুষ্ঠানে নজরুল সংগীত ও নৃত্য পরিবশন করা হয়।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares