শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আকরাম হোসেন, সংবাদদাতা বিরামপুর (দিনাজপুর) ; বিরামপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। একই দিন লটারীর মাধ্যমে খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহী কৃষকদের নির্বাচন করা হয়েছে।

শহরের বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে উপজেলা ক্রয় কমিটির আয়োজনে সোমবার (১৬ মে) কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিলার রবিউল ইসলাম প্রমূখ।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares