শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবী বাস্তবায়নে বিক্ষোভ  সমাবেশ 

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবী বাস্তবায়নে বিক্ষোভ  সমাবেশ 

 সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জে  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  ৪ দফা দাবী  ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কালক্ষেপনের প্রতিবাদে বিক্ষোভ
সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। পেশাগত সমস্যার সমাধান না হওয়ায় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধি ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ ও  তা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে রোববার (২৩ জুলাই)  সকালে  সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ অধিদপ্তরের শ্রমিক ইউনিয়ন৷
কার্যালয়ে উক্ত বিক্ষোভ  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয়  সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয়  যুগ্ন আহবায়ক মোঃ শামসুজ্জামান খান, আইডিইবি প্রতিষ্ঠাকালিন সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, চন্দন কুমার পাল,  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)  সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার প্রমুখ।  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা’র  সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না’র  সভাপতিত্বে ও, সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান দানিয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের উপ সহকারী প্রকৌশলী মোঃ মোর্শেদ মিয়া। এসময় বক্তারা বলেন,  আমাদের দাবি আদায় না পর্যন্ত  আমরা ঘরে ফিরবো না।  কর্মসূচি পালন অব্যাহত রাখবো।  এসময়ে সিরাজগঞ্জের বিভিন্ন দফতরের ২ শতাধিক ডিপ্লোমা  প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
২৯ বার ভিউ হয়েছে
0Shares