সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মেহেরপুরে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পৌর ইমাম পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ হাসানুজ্জামানের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাদির মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাব্বির হোসেন। আলোচনা সভায় মেহেরপুরের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা আদর্শ সমাজ গঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS