মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘ পৌর মেয়র রিটনকে সংবর্ধনা দিলেন

মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘ পৌর মেয়র রিটনকে সংবর্ধনা দিলেন

মেহের আমজাদ,মেহেরপুর : মহেরপুর প্রবীণ হিতৈষী সংঘ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা দিয়েছেন।

 বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌর মেয়র মাহফুজুর রহমানকে রিটনকে সংবর্ধনা দেয়া হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ এম এ বাশার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদস্য কে এম ফজলুল করিম, মীর রওশন আলী মনা, নুরুল ইসলাম প্রমুখ। পরে প্রবীণ হিতৈষী সংঘের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares