শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পারিবারিক বিরোধের জেরে সিলেটে যুবক আহত, মামলা দায়ের

পারিবারিক বিরোধের জেরে সিলেটে যুবক আহত, মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা: সিলেটে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে শাফিউর রহমান শফি নামের এক যুবক আহত হয়েছে।  ২৭  নভেম্বর সকাল ১০ টায় শাফিউর রহমান শফির বাড়ি কাজীটুলার ২৬/বি বিহঙ্গ বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক সিলেট কতোয়ালী মডেল থানাধীন কাজীটুলা এলাকার প্রবাসী ওয়াজিদুর রহমান রাশেদের ছেলে।

স্তানীয় ওপারিবারিব সূত্রে জানা যায়, ওয়াজিদুর রহমান রাশেদের ঘরের পাশ্ববর্তী ঘরের তাহার চাচাতো ভাই-বোন সহ ভাতিজা, ভাগিনার সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছিল।এরই জেরে ওয়াজিদুর রহমান রাশেদের ভাগিনা ফজলে রাব্বি ও তাহার সহপাটিরা মিলিত হইয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধের লক্ষ্যে তাহার ছেলে শফিউর রহমান শাফির উপর আক্রমন করে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে শফিউর রহমান শাফি বাড়ীতে ফিরে পিতার সাথে পরামর্শ করেন।পরে শফিউর রহমান শাফির প্রবাসী পিতা ওয়াজিদুর রহমান রাশেদ দেশে আসিয়া গতকাল সিলেট কতোয়ালী মডেল থানায় ৬জন আসামীর নাম উল্লেখ করিয়া মামলা(মামলা নং-৪৩/৩২৯ দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ফজলে রাব্বি, তাহমিদুর রহমান, ইমন হক, মাহদি
বক্স, আলতা আহমেদ x মঈনুদ্দিন।

এ বিষয়ে মামলার বাদী ওয়াজিদুর রহমান রাশেদ জানান, আসামীরা জামায়াত শিবিরের কর্মী ।এবং তাহার নিকটাত্মীয় ইতিমধ্যে তাহার মেয়েকে জোর পূর্বক বাল্য বিয়ে দেওয়ার বিষয় নিয়ে তাহার স্ত্রী পাপিয়া আক্তার বাদী হইয়া ফজলে রাব্বি সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরো জানান, তাহার স্ত্রী সন্তানরা আসামীদের ভয়ে আতংকে আছেন। তিনি আসামীদের যথাযথ বিচার দাবী করিলে কতোয়ালী মডেল থানার ওসি আলী মাহমুদের সহিত যোগাযোগের চেষ্টা করিলে তাকে ফোনে পাওয়া যায়নি বলে মতামত গ্রহণ সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ফজলে রাব্বির মোবাইল ফোনে যোগাযোগ করিলে তাহার মাতা আয়েশা বেগম কল রিসিভ করিয়া জানান ভিকটিম শফিউর রহমান শাফি পাড়ার একটি মেয়ের সাথে খারাপ কাজে ধরা খেলে এলাকাবাসীর আক্রমনে আহত এবং পূর্ব বিরোধের কারণে মিথ্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকার আতংক বিরাজ করছে বলে জানা যায় ।

১১১ বার ভিউ হয়েছে
0Shares