সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ 

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সনদ পত্র, ক্রেষ্ট ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার  (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে বিজয়ীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি এ বি এম সারোয়ার রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী, ছীট মিরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, সরকারি কলেজের সহকারী অধ্যাপক জুয়েল ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান  বলেন, বর্তমান সরকার শিক্ষাকে যুগোপযোগী করেছে। এজন্য  নতুন কারিকুলাম চালু করেছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS