বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

কলমাকান্দায় এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

কলমাকান্দা (নেত্রকোনা)  প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এরআগে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়ার সঞ্চালনায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন শান্ত, জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, দূর্গাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া।

এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির সভাপতি যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, রংছাতি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, পোগলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

আলোচনা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা যুব সংহতির  প্রচার সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেন রিগেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫২ বার ভিউ হয়েছে
0Shares